নিশ্চুপ আঁধারে তোমার
হাস্যময় পথচলা
জানালায় কড়া নেড়ে
ঘুমের গল্প বলা।
শান্ত হিমেল হাওয়া
আমার শরীরে লাগে,
বৃত্তালপনা যেখানে
স্থির হয়ে থাকে।
অথচ আমি
ক্রমশ অস্তাচলে-
অপসৃয়মান ঢেউয়ে
যাই সবুজ মাঠে।
ঘাসফুলটায় যেন
রঙিন স্বপ্ন পাই;
শেষ হয়ে যাওয়া
গানটিতে নতুন সুর চাই।
হঠাৎ বন্ধ চোখে
একটি ছবি ভাসে
কার সেই অস্তিত্ব
দেহের ভেতরে?
হাতছানি দেয় আবার
দুরেও ঠেলে দেয়
ধ্বংসপ্রাপ্ত পৃথিবী পরে
পুনর্জন্ম নেয়!