চারুহাসিনী দেয়াল বলে
মুমূর্ষু রূপকথা,
ঝরে পরা সৈনিকেরা বাঁজায়
সমাজ সংস্কারের সম্পূর্ণতা।
যুদ্ধপ্রিয় মানসিকতায়
ন্যায়ের উপকূল বিধ্বস্ত;
বিকৃতাঙ্গ দৃষ্টিতে
যৌবন হয়েছে বিগত!
অর্থপ্রদ লালসায়
বিবেক ধংসপ্রাপ্ত
বৃক্ষছায়া বিরত,
আশীর্বাদ আশা-শূন্য
অসত্যের জড়পিণ্ড
আঁকড়ে ধরে মগজ
ধূলিলুণ্ঠিত করে পবিত্র ভূমি
নরকের জলজ!
ক্রান্তিকাল খুঁজে ফেরে
নতুন দিনের ত্রাতা
জাতি আজ অপেক্ষমান,
শুনে আগমনী বার্তা।