অস্পষ্ট ছায়ারা আঁধার দেয়ালের ক্যানভাসে
জীবনের না বলা গোপন ব্যথার ছবি আঁকে।
দেহের রক্ত কলমের আঁচড়ে প্রস্ফুটিত হয়ে
ক্রমশ অপসৃয়মান বাস্তবতার
দূর্বোধ্য মর্মার্থ ভেদ করেছে,
ঝাঁপসা চোখের আলোয় পথচলা
কোন সে বিরহী প্রাণ?
অথচ ওই সূর্যের নীচে একসময়
প্রকৃতি আশার আলো জ্বেলেছিল।
অসময়ের থম মেরে থাকা  
নিস্তব্ধতার এই উত্তপ্ত পৃথিবীতে
এক টুকরো ছোট্ট আকাশ,
কখন যে কষ্টের মেঘে ঢেকে গিয়েছে
তা দেখেও না দেখার ভান করে
মেনে নিতে বাধ্য হয়েছি।