মেঘের স্পর্শ আমার
এই জমে থাকা বৃষ্টিতে।
ভিজছে ক্রমাগত নিয়ে
অপলক এক দৃষ্টিতে।
এ যেন প্লাবনধারায়
আশার স্পর্শকাতরতা,
যা ভেঙে দেয় অসারতা।
তবুও যেন শেষ বিকেলের
সোনালী আলোর মাঝে
জেগে ওঠে অস্পৃশ্য অনুভূতি,
ভিজে যাচ্ছিল বৃষ্টিস্নাত
পথের বাঁকে আনমনে।
আজ মন হাতছানি দিয়ে
ডেকে নিয়ে যায় নাম না জানা
এক বৃষ্টিভেজা সবুজ বনের
মেঠো পথের নদীর তীরে।