এই রুদ্ধপথে
বিমূর্ত পথচলা
নিবিষ্ট মনে তোমায়
আঁকড়ে ধরা।
দখিনের জানালায়
বাতাস বাধাপ্রাপ্ত
আপন কক্ষপথ
যেন পথভ্রষ্ট!
মুঠোফোনটি
চার্জ বিহীন,
খুজছি তোমায়
সংজ্ঞাহীন
যদিও আসবে
তুমি স্বপ্নমাঝে;
দিগন্ত বিস্তৃত
ঐ পথ পেরিয়ে।
হঠাৎ করে
স্বপ্ন থেকে
বাস্তবতায়
বিক্ষিপ্ত মনের
ধুসর এলাকায়,
বিদ্রোহী আমি...
আজ আমার বিশ্বাসে,
পৃথিবীর মাঝে
আপন সত্তা সৃষ্টিতে।