মনে হয় যেন তোমার সেই চেনা অবয়ব!
অপরিচিত সুন্দর এক বসন্তের মাঠে
রঙ-বেরঙের ফুল, পাতা ঝরে পড়ছিল।
এরই মাঝে তোমায় যেন দেখতে পেলাম!


কিন্তু হঠাৎ যেন চোখের আলোয় মিলিয়ে গেলে।
এতটুকু মুহূর্তের জন্য আর দেখা হলোনা!
এইতো মাত্র কয়েকটা দিন বাকি ছিল
হয়তো দেখা হতো কোন এক ক্ষণে।
তুমি-আমি ছিলাম অপেক্ষায়,
প্রহর গুনে চলেছি দিন-রাত্রি।


দীর্ঘ বিরতির পরে অবশেষে দেখা হয়েছিল
যদিও কোন কথা হয়নি আমাদের মাঝে!
হয়তো তুমি কোন কথা বলতে চাওনি।
তাইতো বন্ধ চোখে তাকিয়ে থেকেছো শুধু
কারণ, অনেক কথা যে বলতে চেয়েছিলে।
যা কখনো কেউ বুঝতে পারিনি।


বহু বছর ধরে আমরা অনেক অভিমান ও
ভুল বোঝাবুঝির কষ্ট বুকে চেপে রেখেছিলাম।
এখন সব অভিমান ও চাপা কষ্ট মিলেমিশে
একাকার হয়ে আজন্ম জ্বলতে থাকা ভীষণ কষ্টের
এক তেজস্ক্রিয়ায় রূপান্তরিত হয়েছে।


আজ তুমি প্রশান্তি নিয়ে শুয়ে আছো
সবুজ ঘাসের উপর নাম না জানা,
ফুল-পাতার আঁধার ঘরের নীরব দেয়ালে
জাগতিক সবকিছুর ঊর্ধ্বে!


তোমার প্রিয়জনরা তোমার অভাব অনুভব করবে।
হয়তো কোন এক বৃষ্টির দিনে, রোদেলা ক্ষণে
কিংবা গভীর রাতের জমাট বাঁধা নিস্তব্ধতায়।


হে বন্ধু প্রতিম স্বজন,
কিছুটা আগেই বিদায় নিলে!
তোমার আঁধার ঘর আলোকিত হয়ে উঠুক-
সৃষ্টিকর্তার নিকট এটাই প্রার্থনা।