অতিক্রান্ত লগ্নে জমাট নিস্তব্ধতায়
ঘুম এলে ক্ষতি কি?
তোমার চোখের আলোর হাসিতে
গহীন অরণ্যের নিশ্বাস
হারিয়ে গেলে ক্ষতি কি?
শুধুই অভিমানের আঁধার ঘর
অথচ কেন এই মিথ্যে প্রতীক্ষা
ক্ষয়িষ্ণু চোখে ভুলের নিঃসরণ
যেখানে নিভু আলোর বাতিটা।
হঠাৎ আমার ঘুম ভেঙ্গে দিয়ে
কেন তুমি ঘুমিয়ে গেলে?
আমায় এড়িয়ে তোমার পৃথিবীতে
কখনো কি ভোর হয়েছে?
তোমার জানালার আবরণ
ধীরে ধীরে সরে যায়,
আলো মিলিয়ে বাতাসে
নিকষ আঁধার।
শরীর জুড়ে বৃষ্টি নামে
ঝাপসা চোখ হোক,
নির্বাক কন্ঠস্বর।