কে হাসবে জলের কিনারে ভরদুপুরে?
একঝাঁক প্রজাপতি সঙ্গে করে
হাতে নিয়ে এক টুকরো বিকশিত প্রাণ।
সঞ্জীবনী সুধা পান করে চলেছি
সমুদ্র তীরের দীর্ঘ কোল ঘেঁষে
পাহাড়ের চূড়ায় প্রশান্তির বাতাসে।
মনে হয় ধাক্কা দিয়ে ফেলে দিই!
জীবনের সব দুঃখ, মনের যত বিষাদ।
আমিতো কালো মেঘ ছুঁয়ে যেতে চাই
তোমার বৃষ্টিতে ভিজে শীতল হবো তাই।
দূর-দৃষ্টিতে অপলক তাকিয়ে আছি
হৃৎপিণ্ড কাঁপানো মোহনীয় সৌন্দর্যে
মাথা রেখে সারারাত খোলা চোখে ঘুমিয়ে
তোমার পৃথিবীতে বিচরণ করে,
সূর্যোদয়ের ক্ষণে মুখটি দেখার আশায়।