নিরাশার মাঝে
আশার দোলাচল
কুসুমাস্তীর্ণ পথ
কতইনা বন্ধুর!
রৌদ্রের খরতাপ
যদিও নিরুত্তাপ।
নিকষ কালো আঁধারে
আচ্ছাদিত চারিপাশ
কোন নাবিক
তীরে ভিড়াবে তরী?
যেখানে রাত ও দিন
জেগে থেকে,
নিদ্রাহীন চোখে
বন্দর পাহাড়া দেয়।
আশা ছাড়েনা সে
উত্তাল সমুদ্র ঝড়ে
ক্ষত-বিক্ষত হৃদয়ে
গন্তব্যে পৌছার লক্ষ্যে।