নিশ্চুপ সময়ের আবর্তে
অস্পৃশ্য সৌন্দর্য যখন
হাতছানি দিয়ে যায়,
অপরিস্রুত অন্বেষণে
পরিণতি নিষ্ফল হয়।
তবুও অন্ধকার ভেদ করে
হৃদয়ের পূবাকাশে ভোরের
আলো জেগে উঠলেও
হারিয়ে যাওয়া সময় কি
তোমার ঠিকানা খুঁজে পাবে?
কাঁচের দেয়াল যখন ভেঙে যায়
তোমায় ভাঙার মত অজানায়।
তুমি নিরুত্তর হেঁটে গেলে
আমার পাশে বৃষ্টিস্নাত পথ ধরে
নির্বাক হয়ে তাকিয়ে রইলাম।
তুমি হয়তো ভাবলে
জীবনের অর্থ বাঁচার অভিনয়
মৃত্যু মানে তোমাকে
কাছে না পাবার ভয়।
তবে কি আবার ফিরে এলে?


নিরুত্তর প্রশ্ন (শেষ পর্ব)