ইশারায় যেন ডাকলে আমায়,
জলপ্রপাতের স্নিগ্ধ শীতল ধারায়!
প্রবাহিত হয় বিমুগ্ধ করা প্রেমময় দৃষ্টির
অতল গভীরে ডুব দেওয়া,
তোমার ঐ দিশেহারা করা চাহনি!
বসেছিলাম শেষ বিকেলে
ক্রমশ হারিয়ে যাওয়া
সূর্যের মায়াবী আলোয়।
সহসা একটি বৃষ্টির ফোঁটা
পড়লো হাতে! কিন্তু গেল কোথায়?
সম্মুখে তুমি অথচ দেখতে পাচ্ছিনা !
তবে অনুভব করলাম;
তোমার কপাল বেয়ে
ধীরে ধীরে আমার স্পর্শে,
তোমার সুবাসিত চুলে মিলিয়ে গেল
এবং আমারও ঘুম ভেঙে গেল!
তাকিয়ে রইলাম ঝাঁপসা দৃষ্টিতে।
একটু পরেই সন্ধ্যা নামবে।