এই বিষ্ময়কর সৃষ্টির
রহস্য পাবো না জেনেও
স্রষ্টা তোমার পানে আমি
থাকি পড়ে ধ্যানে মগ্ন হয়ে।


বিস্ময়ে দেখি মুগ্ধ নয়নে,
আকাশ-বাতাস, নদী-সমুদ্রে
তোমার দেয়া উপহারে।
তোমারই মায়াবী নূরের জ্যোতি
আলোকিত করে নিভিয়ে দেয়
মনের ব্যথার পাহাড় সবারই।


ও আমার কারিগর!
তুমি থাকো মনের ভেতর।
তুমি চাইলে আমরা আলোকিত
না চাইলে অন্ধকারে নিমজ্জিত।
ক্ষমা করো আমারে
না জেনে দিয়েছি কত ব্যথা
তোমারই সৃষ্টির অন্তরে।