শেষ হয়ে গেল একটি বছর।
তাকিয়ে দেখি, বিস্মিত হই!
অথচ পথের ধুলো
এখনও শেষ হয়ে যায়নি;
তথাপি আমি সূর্য স্নান করি।
যদিও এখন গভীর রাত...
ঝিঁঝিঁ পোকারা জেগে আছে,
আমিও তার পানে নিশাচর হই।
কুহুতলে পরে আছে মেঘের কুয়াশা
শিশির সিক্ত শুকনো পাতারা ঝরে পরে,
আড়মোড়া দিয়ে রাতের পাখিরা;
শন-শন বাতাসের সিক্ত হিমেল হাওয়া...
আমি পাই সেই ছোঁয়া
পড়ন্ত রাতের প্রহরে আমি
নতুন বিজয়ের গান শুনি।