স্বগত সময়ের আড়ালে কঠিন স্তব্ধতা
তোমার কাছে অসাড় হয়ে পড়লে ক্ষতি কি?
ঐ দুচোখে যে গভীর বিশ্বাস দেখেছিলাম
সেটা হারালে ক্ষতি কি?
শুধুই উদ্দেশ্যহীন অভিমান করে গেলে
মিথ্যের কলমে ধ্রুবক সত্য লিখে!
ক্ষয়িষ্ণু চোখে ছিল ভুলের বিন্যাস
যেখানে বোনা স্বপ্নজাল নিভৃত পরিহাস।


আমিতো গহীনে ঘুমিয়ে ছিলাম
তুমি দরজার ওপাশে দাঁড়িয়ে ছিলে
কেন মাঝরাতের বৃষ্টিতে আমায় জাগিয়ে
তুমি নিজেই ঘুমিয়ে গেলে?
তোমার জীবনে রঙিন ফুলগুলো
আমার পৃথিবী ছাড়া কবে ঝরেছে বলো।


তোমার কথাগুলো কেন যে পাথর হয়ে যায়?
ভীষণ অন্ধকারে মাথা কুটে মিথ্যে ভালোবাসায়।
তবু  নীল চোখে ব্যথার পাহাড় হিমালয় সমান,
তোমার কাছে যাওয়া এখন
হিমাঙ্কের নিচে তাপমাত্রায় ।