হোক অঝোর ধারায়
ঝিরিঝিরি বর্ষন
অবিরাম ঝরতে থাকুক
সমস্ত প্রহর রাত-দিন,
এতো বর্ষার জল নয় যেন
তপ্ত হৃদয়ের বিরহ অশ্রু ধারা।
যতই ঝরুক তবুও কি পারে
এ আহত হৃদয়ের অব্যক্ত ব্যথা
বৃষ্টির জলে প্রশমন করতে?
চোখের কালো আলোতে
সাদা রঙ ছড়িয়ে,
অন্ধকার মন আলোকিত
হয়েছে কখনও?
যদি তা নাইবা হয়
তবে কেন মিছেমিছি
ঐ রুপের বৃষ্টি বন্দনার কাব্য!
ঝিলের জলে যার ছায়া পড়ে
হয়েছে কবি আশাহত।