ধুলো পরা অনুভূতির পথের বাঁকে
পাথর ঘরের অদৃশ্য দেয়ালের সামনে
হঠাৎ এক পশলা মেঘের বৃষ্টিভেজা
বিকেলের আলোর পড়ন্ত প্রহরে,
বাতাসের শব্দ যেখানে আমার ভেতরের
কাঁচ ভেঙে চূরমার করে বলে উঠে
আমার বলা নির্বাক কথা,
আমার না ফেরা মুহূর্তের ব্যথা।


আঁধারের আলো যেখানে বড়ই সামুদ্রিক
বাতাসে ভেসে ওঠে কিছুটা অলিখিত সংবিধান
বিপ্রতীপ কোণে সেখানে প্রশ্নাতীত উত্তর
তবুও রাত জেগে অপেক্ষায় থেকো
ঘুম এলে না হয় গান গেও।


তোমার হৃদয়ের ক্যানভাসে
অব্যক্ত অনুভূতির উষ্ণতায়
চিহ্ন এঁকেছিলাম
আমার বলা নির্বাক কথা
আমার না ফেরা মুহূর্তের ব্যথা।