ক্রমশ সন্ধ্যা হচ্ছে মনের গভীরে
এক পশলা বৃষ্টি শরীর ভেজাবে বলে
তপ্ত ভূমিতে প্রাণ সঞ্চার হয়ে যেন
আদিগন্ত গেয়ে যাবে জীবনের গান।
তারপর আবার ভোরের আলোয়
প্রস্ফূটিত অবাক চোখ তাকিয়ে দেখে,
অবচেতন মনের কল্পনায় ভর করে
বহুদূরে আপন কক্ষপথে হেঁটে চলেছে।
অথচ রাত কিন্তু তখনও শেষ হয়ে যায়নি,
অপেক্ষায় আছি মাঝরাতে সমুদ্র তীরে
মৃত সব গাছের ভেতর সূর্য উঠবে বলে।