যদি কখনো কুয়াশার কালি দিয়ে
আমার মনের মেঘের কাগজে
অব্যক্ত কিছু স্বপ্ন এঁকে যাই,
তবে কি কিছু সুপ্ত অনুভূতি
তোমার বর্ণিল আকাশে প্রস্ফুটিত হবে?
উত্তরটি আমি তোমার কাছেই প্রার্থনা করি।
হয়তো এ অপ্রত্যাশিত প্রশ্ন
তুমি এড়িয়ে যেতে পারবেনা
কারণ পৃথিবীর কঠিন পাথরে
তোমার তৈরি যে দূর্বোধ্য সংবিধান
সেটা সংশোধন করা তুমি ব্যতীত
কেউ করার সক্ষমতা রাখেনা!
তাহলে এখন তুমিই বল
এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য
আসলে দায়ী কে?
তাই নির্দ্বিধায় বলতেই পারি -
আমাদের পৃথিবীও
আমাদের মত হলোনা।