তবে কেন গাছের পাতা ঝরে পড়ে?
শিশির পড়া ঘাসের উপর হিম ভোরে
জীবনের দুঃখগুলো কি এভাবে সরে যাবে?


কিছু পথ হেঁটে যাই আবার পেছন ফিরে তাকাই
দেখি মায়াবী কিছু মূহূর্ত আমায় এলোমেলো করে দেয়।
আসলেই অতিক্রান্ত সময় নিভৃতেই চলে যায়।


খুঁজিনি আমরা অন্য এক জীবনের মানে অথচ
পাথরের উপর বসে বাস্তবতার উপন্যাস রচনা করে
কেন্দ্রীয় চরিত্রের তকমা গায়ে লাগিয়ে রয়েছি।


শুধু নিরূপায় হৃদয়ে ক্ষণিকের অতিথি হয়ে
সুখের প্রলোভনে পা বাড়িয়ে দিয়ে
কালের স্বাক্ষী হয়ে বেঁচে আছি।