এ আমার রক্ত মাংসের মন!
কোথায় তবে অনুভূতির প্রাচূর্যতা?
যেখানে দেখি শুধু জগদ্দল পাথর!
দিনে দিনে বাড়ছে হিমালয়ের মত।
অভিযানে যেতে চাইনা তবুও
আমাকে চূঁড়ায় নিয়ে
একবুক কষ্টের উপহার দিয়ে
দুঃখের বিজয় মুকুট পরিয়ে দেয়।
যদিও নিজেকে সুখী ভাবি!
আবার উঠে দাঁড়াই, চলতে থাকি
অন্ধকার সিঁড়ি বেয়ে
এক পা এগিয়ে দিয়ে
শূন্য শীতল পৃথিবীতে।