কেউবা অক্ষম শ্রবণে,কেউবা চলনে
কারো দৃষ্টি অন্ধ,চোখ যে তার মনে।
কারো কমতি বুদ্ধি,বাকে বাধায় বোবা
কেউবা বলে পঙ্গু,পায় না খুব শোভা।
থাকুক যতো কমতি,লুকায়িত প্রতিভা
নানান দিকে ছড়ায় তারা বুদ্ধির আভা।
তারা ও চায় সুস্থ জীবন নয় অবহেলা
খেলবে মাঠে ক্রিকেট ফুটবল খেলা।
পড়ালেখা করবে তারা,যাবে স্কুলে
ঘটবে বিকাশ প্রতিভা,সুবাস ফুলে ফুলে।
খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা
তাদের চাই অধিকার,নয় শুধু আশা।
ফুলে ফুলে রং ছড়াবে সুবিধাবঞ্চিত শিশু
সব অধিকার পূরণ হোক,খুব শীঘ্রই-আশু।
পৃথিবীতে সুস্থ থাকুক,হোক সহজ জীবন
আসুক সবার জীবনে শরতের শান্ত পবন।