অমাবস্যার রাতে জল ভেজা ঘাটে
নিস্তব্ধ চারদিক লোক নাই হাটে
চিরচেনা ভবের হাট অন্ধকারে ঢাকা
সুনসান নীরবতা পথ ঘাট ফাঁকা


কেউ যেন হেঁটে যায় গুটি গুটি পায়ে
অশরীরী বসে আছে একলা নায়ে
তবু যেন ভয় নেই অদ্ভুত পরিবেশ ভারী
সরে গেছে মাটি আমি কী অশরীরী?