চোখ দুটো ফেলে দি‌ই
এ দৃশ্য দেখার নয়
পৃথিবীর পথে পথে কতো রূপ
ঢালু আর খাদের সমানুপাতিক।
চোখের সামনে কঠিন পরিক্ষা
বিধাতার সৃষ্টি আমি পরিক্ষা দিয়ে যাই
চোখ আর মগজ খোঁজে বুনোফুলে ঠাঁই।


জমিনের উপর রেখে দেয়া পদচিহ্ন
সাক্ষী কতো ভাবনার
চিন্তা চেতনার
আর তাঁর সাহায্যের।


চোখ দুটো সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছে
সীমানা ছাড়িয়ে ফেটে চৌচির হয়েছে
যেন দুটো খুলে রেখে দিলে বেঁচে যাই।