[১]
বালুচর
নিস্তব্ধ প্রান্তর
সাদা মেঘের ভেলা
শিশু কিশোররের দুরন্ত উচ্ছাস,
খেলাঘর।


[২]
শীতকাল
ঘাসফুলে শিশির,
কুয়াশা ভোরের পিঠা,
রুক্ষতায় বৃক্ষের মর্মর পাতা,
কুটুমপাল।


[৩]
জোছনা
অতৃপ্ত চকোর
চন্দ্রিমায় ডুববে বলে
কাব্য রসনায় তৃপ্ত হবে,
ঝরণা।


[সিনকয়েন:একটি সিনকয়েন কবিতা একটি ক্লাসিক কাব্যিক ফর্ম যা পাঁচ লাইনের ধরণ ব্যবহার করে। এই কাব্যিক রূপটি জাপানি হাইকু এবং টঙ্কার কাব্যিক রূপ থেকে অনুপ্রাণিত হয়েছে।]