উড়ে চলে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
কাশফুলেরা নদী তীরে
করছে দারুণ খেলা।


বাতাসেতে ঢেউ খেলে যায়
নেচে উঠে শিউলিফুল,
পাতায় পাতায় শিশির বিন্দু
সুবাস ছড়ায় জুঁই বকুল।


রাতে করে ঝিকিমিকি
রজত শুভ্র জোসনা
সেই জোসনায় ঢেউ খেলে
পাহাড়িয়া ঝর্ণা।


ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়
বাতাস এলোমেলো,
প্রকৃতি তাই জানান দেয়
শরত এসে গেলো।


[লিখা: ২০১৮]