।আমি সে ও ফোন।


আমি আর সে, সখা মাঝখানে,
ঝাপসা দুজন, ক্রমে তার টানে
সখাটিকে ঘিরে ,কথাদের ভিড়,
সেতুর বদলে, চীনের প্রাচীর।


সখাটি পকেটে, স্ক্রীন জ্বলে নেভে,
কিছুটা জরুরী, বাকি বেহিসেবে
আমি আর সে, মুখোমুখি বসে,
ঘাড় নিচু করে ,দেখি অভ্যেসে।


যদিও দুজনে, ভালো কিছু পেলে,
টেবিল পেরিয়ে , দিচ্ছি তা ঠেলে
সখ্যতা ছলে ,ফরওয়ার্ডবাণী
মুখের কথাকে , করে রাহাজানি।


কেমন সে মুখ, সেটাও ভুলেছি
হাসি হাসি মুখে, সেলফি তুলেছি।
এডিটিংয়ে ঢাকে, ব্রণদাগ যত,
যেসব ক্ষতরা, বন্ধু চেনাতো।


অধুনা আড্ডা , আঙুলের কথা,
কাছাকাছি হলে, জোটে নীরবতা।
একা চুটকিতে, হেসে ওঠে কেউ,
বাকি ভিড় যেটা, বোঝেনা আদৌ।


সে আর আমি, মাঝে মুঠোফোন,
সকলেই একলা হয়েছি এখন।


আর্যতীর্থ