।আমরা কারা।


আমরা কারা পন্ড সভায় পালিয়ে এলাম মুখ বুজে?
আমরা কারা ফেসবুকময় নানান বাণী দিই গুঁজে?
দু দশখানা গুন্ডা কেনে হাজার লোকের জিভের চুপ
আমরা তারাই, ঘরের কোণে জ্বালাই যারা শান্তিধূপ।


হাসপাতালে ডাক্তারকে পিটছে ধরে ক’জন লোক,
আমরা স্বজন অন্য রোগীর, ভাবছি যেমন হচ্ছে হোক।
আমরা তো আর যাইনি বাবা ভাঙতে মাথা ডাক্তারের,
কে বোঝাবে মুখ না খুলে অংশ আমি সেই মারের।


প্রিন্সিপালকে গালি কারা দিচ্ছে নাকি তাঁর ঘরে,
দেখাচ্ছে কেউ রঙের দাপট সরস্বতীর ঘাড় ধরে
আমরা তারাই , নির্বিকারে দাঁড়িয়ে যারা দূর থেকে
আঁচ বাঁচিয়ে যাচ্ছি ভুলে এই আগুনে পুড়বে কে।


নতুন পুজোয় বিষম লাগে এমনকি ফুল পঞ্জিকার
সবাই জানে রঙবাজিতে ঠাকুর এখন বন্দী কার।
আমরা তারাই , ধর্ম ভেবে দুলছি যারা এই ঢংয়ে
আমরা ভারী ভয় পেয়ে যাই নীল গেরুয়া সব রঙে।


কৃষ্টি যখন তেল মাখাবে লোমশ পায়ে রাজনীতির
শিল্প তখন ভাগ হয়ে যায় এই শিবির আর ওই শিবির।
রোজ জীবনে নাক গলিয়ে চলতে দিলে গুন্ডারাজ
পন্ডসভায় এমনভাবেই ভিড় থেকে যায় বিনআওয়াজ।


আর্যতীর্থ