। আগামীর কবি।


কাজী কবি তুমি বর্তমানেরই, ভবিষ্যতেও থাকবে তাই,
তোমার আগুন চাপা দিতে পারে আসেনি এখনো তেমন ছাই
মুখ বুজে সব সইছি আমরা,
কথা বেঁধে বেঁধে হয়েছি দামড়া,
সরস্বতীকে বলিনি কখনো তোমার মতন সাহস চাই,
স্বাধীন দেশেও ঠকঠক কাঁপি দূর থেকে দেখে রাজ-সেপাই।


এখন কবিতা ঠুঁটো আর বোবা, যায়না উজানে স্রোত ঠেলে,
নিরাপদ কিছু পদাবলী থেকে শুধু নিস্তেজ স্তোক মেলে।
প্রতিবাদ থেকে শত হাত দূরে
কবিতা রেখেছি সাবধানে মুড়ে,
বরঞ্চ কিছু সাবাসি মিলবে, কথাকে ভাজলে ঠিক তেলে,
ওহে বিদ্রোহী, কোনো বোকা নেই, বলবে যে নিলে নিক জেলে।


তোমার স্বদেশ দুটুকরো করে দেখো স্বাধীনতা এসেছে খাস,
এখনো যায়নি সবকটা মুখে সুখজাগানিয়া ভাতের গ্রাস।
কাঁপে ভূমি ভয়ে দাঙ্গা রায়টে,
কান পাতা দায় ধর্ম ঝাপটে,
রাজনীতি আজও ছাড়তে পারেনি জাতপাত-ভাগ বদভ্যাস,
কবিতা কোথায়, চারদিকে দেখো ছড়ানোছেটানো কথার লাশ।


ওহে মুসাফির, তোমার ও পথে হাঁটতে যায়না কবিরা আর,
ভিতু সে কথারা পারেনা দেখাতে প্রদীপের নিচে অন্ধকার।
আজও বিদ্রোহ খোঁজে যদি কেউ
তোমার কবিতা হয় নদী ঢেউ
শঙ্খকে ছেড়ে বাকি গণ্যরা তাবত বিষাদে নির্বিকার,
কবিতা এখন গর্জে ওঠেনা না হলে কোথাও ন্যায়বিচার।


কাজী নজরুল, তোমার কথাতে আগামী লিখছে স্লোগান তার।


আর্যতীর্থ