। আজব- টিকা।


( সরল সুবোধ কবির লেখা , চরিত্র সব কাল্পনিক,
  কারোর সাথে মিল পেলে ভাই মন্দ তোমার ভাবগতিক)


আজবনগরে জ্বর-ঢেউ দিলো সে কি দাদা জোর ধাক্কা,
টক্করে তার টক করে মিঠে ক্ষমতার সব দ্রাক্ষা।
ফুঁসছে সবাই, দুষছে রাজাকে, যেন তিনি বড় ডাক্তার,
অথবা  সুনামি এসেছে বুঝি বা শুনে বুক ঠোকা হাঁক তার।
বেচারা রাজাটি সাতে পাঁচে নেই, ফালতুই গালি শানানো,
ইদানিং তাঁর মন জুড়ে আছে কেবল প্রাসাদ বানানো।


আজবের নদী জুড়ে ভাসে লাশ, চিতা অনিবার জ্বলে,
কান পাতা দায় হলো  আজকাল প্রজাদের কোলাহলে।
প্রাসাদ বানানো যদিও চলছে, তবু জ্বর বড় ঝক্কি,
বেসুরো গাইছে একদা বাধ্য নীলরঙা টুনি  পক্ষী,
গোনাগাঁথা ক্ষুদে বিরোধীপক্ষ, দিচ্ছে তারাও হুংকার,
তোমরাই বলো এরকম হলে শান্তিতে হবে ঘুম কার!


দাবানল হয়ে ছড়ানোর আগে নেভাতেই হবে শিখাকে
রাজসভা বলে মহারাজ দ্রুত ছড়াতেই হবে টিকাকে।
কিন্তু আগেই খালি হয়ে গেছে কেনা ভ্যাক্সিন ভাণ্ডার
প্রাইভেটে সব টিকা কারখানা, নয়কো রাজার আন্ডার,
তিনশো’র মাল দেড়শোতে বেচে গিয়েছে রাজার ধমকে
মাল ডেলিভারি মোটেই দেবে না এইবারে দিলে কম ওকে,
অথচ রাজার সালের বাজেটে প্রাসাদই প্রধান লক্ষ্য,
সাপ মরে যাবে লাঠি ভাঙবে না কোথায় এমন ছক গো?


রাজার মন্ত্রী বাজারপন্থী, বিনিয়োগে হাত সিদ্ধ,
( বিরোধীরা তাঁকে প্রায়শই করে বেচুবাবু নামে বিদ্ধ)
বললেন তিনি , দুগুনে কিনুক প্রদেশের যারা কর্তা,
টিকা বেচে হলো যত লোকসান, তাতেই পোষাবে পড়তা।
চারগুন দামে প্রাইভেটে  বেচে টিকা কোম্পানি দিক তো,
আতংক কাজে কিভাবে লাগাবে, বোকাগুলো যদি শিখতো।
রাজা বললেন , নানান দামেতে বেচলে নানান জায়গায়,
এটা তো বোঝাও সিংহাসনটি পাকা হবে কোন কায়দায়।


মন্ত্রী বলেন, আটগুন দামে প্রাইভেটে হলে বিক্রি,
সে দাম দিয়েও মধ্যবিত্ত নিয়ে নেবে টিকা শিগ্রী।
তাদের মনে যে ভয়টা ঢুকেছে, সেটাই লগ্নি বাজারে,
তিনশোর মাল ভিড় করে ঠিক নিয়ে নেবে দেড় হাজারে।
প্রদেশেপতিরা দাঁত কিড়মিড় যতই করুক মূল্যে
তারা জানে জ্বর হু হু করে বাড়ে টিকা ছাড়া লক খুললে।
সুতরাং তারা বাকি জনতাকে টিকা দিতে হবে ব্যস্ত,
কর ছাড় নেই টিকার ওপরে, রাজারও বাড়বে রেস্তো।


মহারাজ যেই এইভাবে হবে গোটা দেশে টিকা সাঙ্গ,
আঁটি রেখে দিয়ে বাকিদের ভাগে চুষে নেবো গোটা ম্যাঙ্গো।
পৃথিবী জানবে পুরো দেশ টিকা পেয়েছে রাজার জন্য
আকাশের থেকে পাপড়ি ছড়াবে, পড়বে ধন্য ধন্য।


রাজা বললেন মন্ত্রী তোমার বেতন দিলাম বাড়িয়ে,
মসমস করে মসনদ যাবে মারীকেই পায়ে মাড়িয়ে।


বাইরে কাদের কান্নার রোল জ্বরে প্রিয়জন হারিয়ে...


আর্যতীর্থ