। অকপট।


তোমাকে আমার বড় ভালো লাগে,স্বীকার করতে কিসের লজ্জা?
না বলা কথার তুষের আগুনে পোড়াতে চাইনা অস্থিমজ্জা।
কোনো আগামীতে খুলে বলে দেবো, এমন আশারা বড়ই দাহ্য,
সময়ের কাছে আবেদনগুলো , মর্জিমাফিক হয় না গ্রাহ্য।


ঠারেঠোরে কথা ঠাট্টা আভাসে, ওসব শুনেছি চলতি পন্থা,
ব্যর্থতা স্বাদ বড় তিতকুটে, মোড়ক হিসেবে হাসির নোনতা।
তার চেয়ে ভালো সরাসরি বলা, চায়ের পেয়ালা থাকুক সাক্ষ্যে,
বোধন অথবা ভাসান মন্ত্র, বস্তুত লেখা একটি বাক্যে।


ভালো লাগাটাই ভালবাসা কিনা, অভিজ্ঞ নই ওসব তথ্যে,
চলতে চলতে জেনে নেওয়া যাবে , কিছু ঘটে গেছে কিনা নেপথ্যে।
ভালবাসা মানে অধিকারবোধ, মালিকানা লেখা ঘড়ির কাঁটাতে,
অতটা তলিয়ে এখনও ভাবিনি, বড় শ্রম লাগে মগজ খাটাতে।


চুমুকে বিষম লাগতেই পারে, ঝুঁকি তার নিতে পিছপা নই তো,
অত প্ল্যান করে কাজগুলো হলে, জীবন অন্য ধারায় বইতো।
প্রবল ঘুরিয়ে নাসিকা দেখালে, খামোখা চায়ের আমেজ নষ্ট,
তোমাকে আমার বড় ভালো লাগে, অকপটে বলি সেটাই স্পষ্ট।


আর্যতীর্থ