। অনেক আছে।


রুপি আজ ক্রমশ কুরূপ, দাবানল জ্বলে পেট্রলে
ধর্মের অজ্ঞান মোহে, রাজনীতি বিজ্ঞান মোছে,
ভুরিভোজ দাওয়াতের পাশে, ধকধক খালি পেট জ্বলে,
সুখদের ছবি বড় ম্লান, রোজকার বিষাদের পোঁচে।


ছোটোখাটো নানা সুখ নিয়ে ,দিনগুলো রোজ এসে বসে,
দুঃখের মাপজোক নিতে, আমরাই ব্যস্ত বিবরে,
গায়ে পড়া ঝগড়ারা এসে, মেজাজের চকমকি ঘষে,
পাইনি কি সে হিসেব ধরে, এ জীবন চক্রতে ঘোরে।


তবু চলো খুঁজে নিই খুশী, কঁকানো তো কেউ শুনবেনা,
ক্ষয়ে আসা আয়ুর ভাঁড়ারে, দুঃখ জমানো ভালো নয়,
জাতপাত ভোটজোট নীতি, নাগরিক সুখ গুনবে না,
সূর্যকে নাই পাওয়া গেলো, লন্ঠনে বেশ আলো হয়।


ধরো যদি উল্টোটা ভাবি , প্রদীপের জ্বিনের হদিসে,
আমাদেরই চাহিদারা জ্বালে, আজীবন ‘পাই নি’র চিতা
অথচ যা জড়ো করা আছে, কারো থেকে কম হলো কিসে
আশেপাশে যদি দেখি চেয়ে, অনেকের চেয়ে বেশি তা।


দুইবেলা পেট ভরে ভাত,মাথা গুঁজবার মতো ছাদ,
খরচা করার মতো টাকা, অবসরে কিছু বিনোদন,
আশি ভাগ মানুষের কাছে, সাধ্যের বাইরে এ সাধ,
নিচুতে নজর করে দেখো, কত কিছু দিয়েছে জীবন।


তাছাড়া রয়েছে মগজ, ভাবনার স্বাধীনতা আছে
সাথী আছে রোজনামচাতে, ভালবাসা আছে ঘোরতর
বেশ কিছু সুখ পড়ে আছে, যাপনের আনাচে কানাচে
খামোখাই বিষাদবুলিতে, জীবনকে করি জড়সড়।


‘পাইনি’র কাঁদুনিতে ভাসা, আমাদের অকারণ বড়..


আর্যতীর্থ