। আহ্বান।


আমার শুধু তোমার পাশে থাকার মতো শব্দ আছে।
প্রতিবাদের আর কিছু তো নেই হাতিয়ার আমার কাছে।
রাজনীতিক আর ধর্মবাজের স্যাঙাৎ থাকে লক্ষ হাজার,
ডাহা গুলেও আঙুল তুলে করতে পারে গরম বাজার,
আমার কেবল নিজের ছায়া, এই বোকা আর কাকে পাবে,
তবুও তুমি ডাক পাঠালে, শব্দবাহক পৌঁছে যাবে।


যুগটা এখন গাজোয়ারি’র, ভিড়দখলে সত্যকথন,
ঠিক আর ভুল ধাঁচ বদলায় ভোটদেবতার ইচ্ছেমতন।
হাততালি আর জিন্দাবাদের লোক থাকলেই নিজের দলে
সত্যিকথার মুখোশ পরে মিথ্যে নিজের গল্প বলে।
এমন সময় তোমার মনে জ্বলছে যেসব ক্রোধের ধুনি,
ভোটবাজারে দাম না পেলে ওসব কে আর বলবে শুনি?
আমার হাতে উপায় তো নেই মোর্চা দেবো সমর্থনে,
শব্দ আছে , তোমার জ্বালার ফুলকি নিয়ে কলমকোণে।


শিরদাঁড়াতে ঘা মেরে আজ, বলছে ওরা ঝুঁকেই বাঁচো,
যখন যেমন নড়বে সুতো, তালে তালে পুতুল নাচো
গাইছে কোরাস যাদের স্তুতি, তাদের দিকেই ভালো থাকা,
মানুষ এখন আগে দেখে, ঘরের ওপর কার পতাকা,
এমন সময় সুজন তুমি বলতে যেসব দুবার ভাবো,
বাড়ি এসে কলার ধরে কেউ না বলে খুব পেটাবো,
শুধুই তোমার বালিশ জানে, কোথায় আগুন ফেলছো গিলে
চলো এবার মশাল হবো, শব্দ জ্বালাই দুজন মিলে..


আর্যতীর্থ