। বনধ।


খই ভাজা ছাড়া আর যেই দেশে কাজ নেই
বনধ ছাড়া কোনো কথা সেইখানে আজ নেই।
কবেই ধরেছে জং কারখানা তালাতে,
শ্রমিক পড়েছে ঝুলে খালিপেট জ্বালাতে
সেব্যাপারে কারো কোনো কপালেতে ভাঁজ নেই,
নেতারা আসামী হলে দেশে কোনো জাজ নেই।


কর্ম  ধর্ম  হোক বাসে লেখা থাকে তা,
হারিয়েছে কোনকালে রাজনীতি ফাঁকে তা।
প্রতিবাদে মানুষের কাজ করে পন্ড,
বনধ শেষে ফল মেলে অশ্বের অন্ড,
তবু কোনো ছুতোনাতা ফসকাবেনা নেতা,
জুলুমে বন্ধ করে স্বতঃ বলে ডাকে তা।


ইতিহাস খুঁজেটুজে কেউ বলো আমাকে,
নিজেদের নাকে ঘষে এইভাবে ঝামা কে
একদিন হেবি বনধ করে নেয়,
আখেরটি যে যেমন ভরে নেয়,
নানা রঙে রঙ করে পরে এক জামাকে,
মওকায় জিভ দেয়  দুদুতে ও তামাকে।


আজ অবধি বনধ করে দাবী কিছু মিটেছে?
বেকার চাকুরে বসে ঘরে তাস পিটেছে
প্রতিদিন ভাত আসে খেটে যার
বনধ মানে লাথি মারা পেটে তার
ফালতু রক্ত আর বহু কাদা ছিটেছে,
সব দলে একই হাল, লাভ হবে কি বেছে!


বনধ মানে দেশ নয়, রাজনীতি জিতেছে।


আর্যতীর্থ