। বাৎসরিক।


আগস্ট এলো, স্বাধীনতা আসছে আবার,
খুঁড়ে খুঁড়ে গানের ভাঁড়ার আনবো খুঁজে দেশাত্মবোধ,
প্রবল ভাষণ, ফুলেল মিছিল, লাড্ডু সাবাড়,
ভিন্ন নেতার জিভের থেকে একই শপথ।


রক্ত অনেক, রক্ত এখন চতুর্দিকে,
হেথায় গোরু, হোথায় আবার থ্যাঁতলালো কোন ছেলেধরা,
রাজনীতি আজ বৌ’কে শেখায় মেরে ঝি’কে,
শিখছে না কেউ, ভোটের আওয়াজ কানফাটানো,বড্ড চড়া।


একটাই দিন, শহীদখাতে বরাদ্দ এই একটা দিনই,
সেটাও আবার আমরা ওরা, গেরুয়া সবুজ ভাগাভাগি,
যাদের কাছে স্বাধীন নিশান রক্তে ঋণী,
একেকটা রঙ বেদম গুলে ইচ্ছেমতন তাঁদের দাগি।


ও দেশ, তুই স্বাধীন হলি কেমন করে?
( এই খেয়েছে, তুইতোকারি, ধরবে পুলিশ বোধহয় এসে)
দেশপ্রেমের ধরণ শুনি শেখাচ্ছে লোক গায়ের জোরে,
রঙের গুঁতোয় ত্রিবর্ণ আজ বেশ ফ্যাকাশে।


আগস্ট এলো, আসছে আবার স্বাধীনতা,
দেশাত্মবোধ, গানের থেকে মাটির কাছে সত্যি বলো আসবে কবে?
আর কতদিন অতীত ঘেঁটে বক্তিমে সব হবে চোথা,
নাকি তুমি পুজোর মতন, আসছে বছর আবার হবে?


আর্যতীর্থ