।ভ্রাতৃদ্বিতীয়া।


যে পোড়াকপালে বোনের আঙুল কখনো দেয়নি ফোঁটা,
পুরোপুরি তার হবেনা কখনো জীবনের গল্পটা।
কড়ে আঙুলের কড়া শাসানিতে যমরাজ দূরে থাকে,
সে শাসন ছেড়ে জীবন কাটালে বাঁচা বলে না হে তাকে।


সমকাল জানে এদেশে নারীকে কত কি সইতে হয়,
শক্ত চোয়ালে ধর্মরাজের জোয়াল বইতে হয়।
মাঝে মাঝে তার ক্লান্তি মোছাতে অনুভবী হাত চাই,
শর্তবিহীন শিরদাঁড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই।


দুঃখগুলোর সাতখুন মাফ করে দিয়ে দ্বিতীয়াতে,
ভাইবোনে মিলে সময় কাটাবে আজকে সুখের সাথে
মানঅভিমান ধুয়ে যাবে সব খুনসুটি বেনোজলে
প্রতি ভাইফোঁটা ছোটোবেলা ফিরে আসবার কথা বলে।


ধান দুব্বোরা রয়েছে সাক্ষ্যে ,স্মৃতিতে বেহাগ বাজে,
ভালোবাসা তার ভিত খুঁজে পায় কপালে ফোঁটার মাঝে।
যাপনে যতই থাক যন্ত্রনা, সুখের জোগানে ভাঁটা,
চিরকাল দেবে ভ্রাতৃদ্বিতীয়া যমের দুয়ারে কাঁটা।


আর্যতীর্থ