। ভুলিতে পারি।


কে বলেছে ভুলিতে পারিনা ?সব গিয়েছি ভুলে ..
অ আ ক খ শিখবো কখন A B C D’ র স্কুলে?
বিদ্যসাগর রবীন্দ্রনাথ    হাসিখুশি’র যোগীন্দ্রনাথ
পাল্টে যেতো ছেলেবেলা এঁদের আবার ছুঁলে,
ভুলভুলাইয়ায় আমবাঙালীর টান লেগেছে মূলে


সুপারম্যানের মতোই যেতো রাজপুত্তুর উড়ে
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে তেপান্তরে
রাজকন্যা বন্দী ঘরে,      রাক্ষসেরা ফন্দী করে
স্বপ্নগুলো যেতো কেমন রূপকথাতে জুড়ে
নিজে হাতে সে সব মানিক ‘বং’ ফেলেছে দূরে


কিশোর ভোলে চাঁদের পাহাড়, ভোলে শ্রীকান্তকে
মানিক তারা বিভূতিদের পড়েই না আর চোখে
ইলিয়াস বা সুনীল সিরাজ   পড়বে তাদের কি করে আজ
কিন্ডলে কি বাংলা লেখা কোনো অ্যাপে ঢোকে?
‘ভুলিবো না’ র প্রতিশ্রুতি ভুলেই গেছে লোকে।


হীরে মানিক অতীত যারা ধুলো দিয়ে ঢাকে
আগামী তার ঝাপসা দেখায় বর্তমানের বাঁকে
একুশ হোক বা একতিরিশে   ভাষা আছে রক্তে মিশে
কষ্ট কোথায় সময় দিলে দিনযাপনের ফাঁকে?
যে জাত মা’য়ের ছবি মোছে কে বাঁচাবে তাকে?


ভুলিতে পারি, ভুলছি দেখো সালাম কমলা’কে।


আর্যতীর্থ