।বিদুর।


কুমন্ত্রণার কুরুসভায় বিদুর হতে কেমন লাগে?
স্বার্থ দেখা নিস্পৃহতার মধ্যে যদি বিবেক জাগে,
কেমন লাগে? জন্ম থেকে সিংহাসনের সঙ্গে বাঁধা,
একই পিতা, জন্মদাতা, কিন্তু দাসী বাকি আধা,
একটি কথাও শুনবে না কেউ হিতোপদেশ, ন্যায়ের বাণী,
মন্ত্রণাহীন মন্ত্রী হয়ে রাজার সভায় লোকদেখানি,
বিচক্ষণ ও পক্ষবিহীন , গালিই তবু জুটলে ভাগে,
কেমন লাগে?


ওই বড়জোর রক্ষা করা আগে ভাগে খবর দিয়ে ,
জতুগৃহ তৈরী হবে সহজদাহ্য লাক্ষা ঘি-য়ে,
সবটা জেনেও বারণ করার নেই ক্ষমতা এক্কেবারে,
ক্ষমতা তো দুর্যোধনের, সবকিছু সে করতে পারে,
আগে জেনেও চুপটি থেকে নিভৃত জ্বলা প্রবল রাগে,
কেমন লাগে?


সবাই জানে ধর্ম তিনি, ন্যায়ের প্রতীক,
কিন্তু যে পথ দেখান তিনি, সেদিক পানে হবেন পথিক
ভাইয়ের ব্যাটা, তবে তো সব চুকতো ল্যাঠা, হয়নি সেটি
দেখতে হলো ভর-সভাতে হচ্ছে নিলাম দ্রুপদ-বেটি,
দেখতে হলো মৌন হয়ে, কোণের দিকে গৌণ হয়ে,
ধর্মাবতার তার পরে কি গেছেন সে ভার-পাষাণ বয়ে
সারা জীবন?ধ্বস্ত হতে দেখতে তাদের, যাদের দেখেন অনুরাগে,
কেমন লাগে?


তোমরা যারা হৃদয়ে সৎ, ধর্ম মানো , রাজনীতিও,
আজন্মকাল এক পতাকার , মনে কোনো নেই দ্বিতীয়,
যখন দেখো তোমার ঠাকুর ছিনিয়ে নিয়ে অস্ত্রজ্ঞানে,
রাজনীতি আর ধর্ম সাজায় ধার্মিকতার নতুন মানে,
যেই নেতাকে নিজের ভেবে ভোটে জেতাও লাইন দিয়ে,
যখন দেখো অন্য দলে যাচ্ছে চলে অর্থ নিয়ে,
যখন দেখো মূল্যবোধে তোমার স্বজন মরচে ধরায়,
শিউরে ওঠো নিজের দলের উপচে পড়া পাপের ঘড়ায়,
অসহায়ের মতন দেখো বদলেছো স্রেফ বলির ছাগে...


হয়তো সুজন বুঝবে তখন ,বিদুর হতে কেমন লাগে।


আর্যতীর্থ