। বোধন মানে।


এই বোধনে বাঁধন খুলে দাও।
আগল ভেঙে পাগল বনো,
যেসব দিকে নিষেধ চাওয়া, এইবারে তাকাও।
বোধন মানে আর কিছু নয়, এবার শুরু অসুরবিজয়,
ভয় পেয়ো না, বর্ম পরো, রণক্ষেত্রে যাও,
পাথরচাপা ক্ষোভগুলোকে আগুনসুরে গাও।


তোমার ভয়ের প্রতি ফোঁটায় রক্তবীজের মতো,
জন্ম নিচ্ছে এক এক অসুর ,
ওদের নখে দাঁতে তোমার যাপন জুড়ে ক্ষত।
বোধন মানে আর কি কিছু, সেসব ভয়ের দৃষ্টি নিচু,
বিরুদ্ধে তার যুদ্ধতে হোক অস্ত্ররা উদ্যত,
তেমন বাঁচো , ভাবছো যেমন বাঁচলে ভালো হতো।


ভুলেই গেছো যোদ্ধা ছিলে তুমি।
শান্ত এবং সুশীল হয়ে রইলে বসে,
জানলা দিলে বন্ধ করে , বাইরে যখন ঝাপটালো মৌসুমী।
আর কিছু নয় বোধন মানে, আয়না দেখো যোদ্ধা জ্ঞানে,
আর যেওনা নাচতে অসুর বাজালে ঝুমঝুমি,
তৈরী থেকো লড়তে বরং ডাকলে জন্মভূমি।


এই বোধনে বাঁধন খোলো আগে।
যা অন্যায় সেটাই অসুর,
সমর্পণ আর সন্ধি করে কার আর ভালো লাগে।
আর কিছু নয় মানে বোধন, ভুলগুলো সব হোকনা শোধন,
অহিংসকের ছদ্ম ছেড়ে গর্জে ওঠো রাগে,
কোনটা শুভ কি অশুভ , দাগাও মোটা দাগে।


বোধন মানে, অসুর নিপাত করতে মানুষ জাগে..


আর্যতীর্থ