। ছক।


যাচ্ছি না বাপু আর কোনোরূপ তর্কে
কোতোয়ালি দপ্তরে সাধু আর চোর কে।
ছাপোষা লোক ভাই সাতে পাঁচে থাকা নাই
রাম জানে বাড়ি এসে কে দেবে কড়কে।


তুই চোর তুই চোর কবাডির খেলা বেশ
বাঘঘরে ঘোগ  কে ভেবে সারা গোটা দেশ
বিভীষণ ঝামেলায়,  তদন্ত খাবি খায়
ভুঁইফোড় সংস্থারা নেচেকুদে একশেষ।


আস্তানা গেড়েছে কে চুপিচুপি অ-লোকে
তাই নিয়ে কাঠি পড়ে আজ শত ঢোলকে
আমরা চুলকে মাথা ভাবি হায় যাবো কোথা
কোটালে ঘোটালা হলে সামলাবে বলো কে।


মাঝরাতে কোতোয়ালি পুরো হলো বদলই,
কাল যারা ক্ষীর খেতো আজ হাতে কদলী
সত্যি কে ঘুষখোর কার পিছে পুশ জোর
জল ঘোলা করে চলে রাজনীতি কোঁদলই।


দেশ কোনদিকে যায় বোঝা ভারী শক্ত
ঘোড়াটিকে বোড়ে করা রাজাদেরই ছক তো।
আমরা খাগড়া প্রজা দুই কানে তুলো গোঁজা
যত খেটে খুঁটে খাই ভিত নয় পোক্ত।


গণতন্ত্রের মুখ ফ্যাকাশে নিরক্ত...


আর্যতীর্থ