।দিবস।


দেশে একটা তামিল দিবস হলে বড় ভালো হতো।
ভারতের প্রাচীনতম ভাষায় যে শুধু অবাস্তব ঢিসুমঢিসুম হিরোসর্বস্ব চলচ্চিত্রই হয়না,
তবে সেটা পৃথিবীকে বোঝানো যেতো।
সুব্রহ্মন্যিয়াম ভারতী থেকে তিরুভাল্লাবর, সমাজ কাঁপিয়ে দেওয়া কথাসম্রাটদের বাকি দেশ কতটুকু জানে,
‘তিরুক্কুরাল’ কি পড়েছে বিশ্ব কোনো ভিন্ন ভাষায়?
তামিল দিবস হোক, খেলুক ব্রাহ্মী লিপি ভিন আঙিনায়।


বোরো ডোগরি বা অলচিকি শুধুই কি স্বীকৃত ভাষা হবে নাকি?
ওদেরও দিবস দিয়ো, প্রিয় জন্মভূমি।
আমরা শুনিনি প্রসেনজিত ব্রহ্ম বা সুরথ নাজারির কবিতা, পড়িনি ইশান মাশাহারি বা নন্দেশ্বর দাইমারিকে,
সাহিত্য অ্যাকাডেমি পেয়েও অশ্রুত সীতারাম সাপোলিয়া বা  ধ্যান সিং ডোগরিতে লিখে,
একটা ভাষার আদ্যোপান্ত বর্ণমালার স্রষ্টা রঘুনাথ মুর্মুকে অবশিষ্ট ভারত আদৌ কি চেনে?
বছরের এক একটা দিন ওঁদের ভাগেও যাক, দেশটার বাকি রঙ নেওয়া যাক জেনে।


আমায় মালয়ালাম দিবস দাও, দাও ওড়িয়া কাশ্মিরী, গুজরাটি মৈথিলী অহমিয়া দিন,
শুধু স্বীকৃতি আর কয়েকটা অ্যাকাডেমি, সেটুকুতে শুধবে না রাষ্ট্রের ঋণ।
মনিপুরি কোঙ্কোনি সিন্ধ্রী ও নেপালী, কথা বুকে নিয়ে বসে আছে কবে থেকে,
তেলেগু দিবস হোক, কন্নড় মারাঠিরও, প্রদেশ সীমানা ভেঙে গতি নিক এরা প্রত্যেকে।


ভয়ে ভয়ে আর একটা কথা বলি , হে সব কিছু ‘এক’ করা রাষ্ট্র আমার,
ধনাঢ্য উর্দু’র অমূল্য রত্নরা আনাচেকানাচে রয়েছে ছড়িয়ে মেঘহীন রাত্রির নক্ষত্রের মতো,
তাদের আলোর সুখে মন সেঁকে নিতে, একটা বিশেষ দিন বড় দরকার।


বাংলা? দুখিনী বর্ণমালা বিশ্বকে ভাষা-দিন উপহার দিয়েছে যদিও,
তবুও কেন জানি রাজনীতি মহলে সে বড় অপ্রিয়।
পারলে দিবস দিও তাকে, না পারলে তবু মিশে যেতে পারি বাকি ভাষাদের দিনে ভারী হাসিমুখে,


বন্দেমাতরম আর জনগণমন’তে,
বছরের সব কটা দিনে এই দেশে সব মনে যে কোনো সময়ে,বাংলা পড়তে পারে ঢুকে।


আর্যতীর্থ