। এইভাবে নয়।


( মা দুর্গার আবাহনে আজান.. ঠিক? ভুল?)


সমন্বয়ের ইচ্ছে হলে ধর্ম জানুন।
গ্রন্থে আছে লেখা যেসব নিয়মকানুন,
শিখুন সেসব। এটার মুড়ো ওটার ঘাড়ে,
করলে শুধুই দ্বন্দ্ব বাড়ে, সহজপাচ্য খাদ্য
কি আর সর্বগ্রাহ্য হয়? গুলিয়ে গিয়ে
ঘুলিয়ে দিলে কিসের সমন্বয়?


ধর্মকানা ধর্ম থেকে ঘেন্নাটুকু তোলে,
সে ধর্মতেই সব বিভাজন ভোলে
যে জ্ঞানী লোক।হিংসুটেদের নিত্য কিসসা,
ঈশ্বরে কার কতটা হিস্যা,সেসবের থেকে
ধর্ম আলাদা, সেটা বুঝে নিন আগে,
মন্ত্রে আজানে খামোখা মেশালে
বড় কর্কশ লাগে।


আলাদা স্তম্ভ ছাদ ধরে রাখে না মিশে।
জ্বলছে এ দেশ মানুষ-মারক যা বিষে,
চেনেন তাকে? স্তম্ভ যদি ছাদ হতে চায়,
অ্যাটলাসিয় কাঁধ হতে চায়,সেই ভ্রমে
যায় কমে বাকি স্তম্ভ দেখার দূরদৃষ্টিটাও,
ছাদের ভাঙার ভয় না করে হুকুম শোনায়
‘তফাত যাও!’


স্তম্ভগুলো যান জেনে নিন ভিত থেকে
ছাদের মতন দেশ ধরেছে প্রত্যেকে,
আলাদাতেই। মিশিয়ে দিলে সব গুঁড়িয়ে,
পড়বে ভেঙে হুড়মুড়িয়ে, আর সে কাজে,
বাজিয়ে বগল নাচ দেখাবে ধর্মবাজে,
খুব আওয়াজে।


ভিবজিওরকে মিলিয়ে দিলে শুধুই শাদা,
দেশটা তখন সাতরঙা
আর থাকবে না যে।


আর্যতীর্থ