। ফালতু কথা।


এগোয় না হে, এগোয় না,
অন্ধকারের আমল থেকে কিছু লোকে এগোয়না।
আটকে থাকে বাইরে আলো, মনের ভেতর সেঁধোয়না।
মান্ধাতাদের অন্ধতাকে, পরম স্নেহে পুষতে থাকে,
নারীকে ‘ সিলড বোতল’ বলে বিবেক মনে বিঁধোয় না,
ধারণা এক বদ্ধ কুয়ো, শিক্ষা দিয়ে বেগ হয় না।


আর কত কি করলে নারী মনের দিকে চোখ যাবে?
কত শতক ঠোকর খেলে ভাবনা আমূল শোধরাবে?
চারিত্রিকের কল্পগঁদে , আটকে মগজ  সতীচ্ছদে,
নারীর ব্যাপার নারীই বুঝুক, কবে পুরুষ বোধ পাবে?
আর কত যুগ ভার্জিনিটি নারীর ভাগ্যে গোঁত খাবে?


কুমারী সে থাকবে কিনা থাক না নারীর বিচার্যে,
পাপের সাথে জুড়লে তাকে, অন্ধ হবে বিচার যে।
স্বঘোষিত তুলসীপাতা, বকছে শুনি বেকার যা তা
বিকৃত তার ভাবনাগুলোর  দোষটা মাতা পিতার যে
আঁধার যদি ভাবনা ঢাকে, শিক্ষা তবে কি কার্যে।


রেগোই না হে রেগোই না,
আকাট এসব ফালতু কথায় সামলে থেকো, রেগোই না
লিখবে জবাব আগুন ভেবে, নিশুত রাতে জেগোই না। ডিগ্রীধারী অশিক্ষিত, বলুক কথা বিতর্কিত,
মারতে অমন পুঁচকে মশা, কথার কামান দেগোই না,
থাক পড়ে থাক মান্ধাতারা, আমরা চলো এগোই না।


আর্যতীর্থ