। ফোঁপড়া।


এখন ভারী আঁধার আকাশ, কোনটা আমি যায়না বোঝা,
সেলফি যুগে গোলোকধাঁধায় মুশকিল খুব আয়না খোঁজা।
সেটাই আমি , যেমন দেখাই ফেসবুকময় লাইক পেতে,
আমার এখন দাম বোঝা যায় ইনস্টাগ্রামের স্ট্রাইক রেটে।
টিকটকে ঠিক দেখলো কজন, সে সংখ্যা আজ ভীষণ দামী
তোমার চোখেই চিনতে পারি কেমন হবে আমার আমি।
ক্যামেরা আর দেখায় না তো ব্রণের ক্ষত আঁচিল তিলও,
ফটোশপের কেরামতি আমায় আমূল বদলে দিলো।
আমি ভারী  ফর্সা এখন, কালো মানেই কি বিচ্ছিরি
ভারচুয়ালের রূপ-কথাদের মধ্যে খালি ঘুরি ফিরি।


কিন্তু কুরূপ মনটা আমার ঢাকতে পারে কি প্রোগ্রাম?
সফ্টওয়ারে ঠিক করা নেই মেসেঞ্জারে কি বললাম।
ফেসবুকের ওই কেত মারা ঢং,ছদ্ম সাজা সন্ন্যাসী,
চূর্ণ করে বার্তা যদি আদিম রিপুর বানভাসি,
তবে দেওয়া হাজার ছবির অ্যালবামেরা অর্থহীন,
ঝাঁ চকচকে মুখের ভুগোল যতই দেখাক গর্তহীন,
যাদের বোঝার ঠিকই বোঝে আমার কালোর খন্দদের,
নষ্ট জিনিস রাখলে ঢেকে ঠিক পাওয়া যায় গন্ধ টের,
তেমনি আমার ফটোশপ আর ইনস্টাগ্রামের আকর্ষণ
সব মিছে হয় , বুঝে গেলে ধান্দাবাজির আকর মন,
তবুও আমি বদলাই মুখ, রূপ দিয়ে মন ঢাকতে যাই
সবার মতোই চামড়া-গভীর,ব্যাপক ইমেজ রাখতে চাই।


ফেসবুকে কি বুঝতে পারো, উধাও আসল মানুষটাই?


আর্যতীর্থ