।হাল ছেড়ে দাও।


অনেক সময় অর্ধেক গিয়ে হাল ছেড়ে দিতে হয়।
কতদূর এসে গেছি তার ফিতে মাপা নয়, পথটা যে ভুল সেটা মেনে নিতে হয়,
অন্য কোথাও জিতবার জন্য, কখনো যুদ্ধ থেকে পালাতে হয় মেনে পরাজয়।


গন্তব্যের অসারতা আড়াল করতে পারে আকাঙ্খার ঠুলি।
স্বপ্নের সৌধ গড়ে দেয় ও পথে অন্যের সাফল্যগুলি, সোনার আগামী যেন করে কোলাকুলি,
পথের শেষে সময় বরমালা হাতে দাঁড়িয়ে আছে, অনন্ত অন্ধকারে সে আশার দড়ি ধরে ঝুলি।


কখনো কখনো নিজের উদ্যত পা- কেই দিয়ে বাধা,
ধমকে বলতে হয়, একটু সামলিয়ে হাঁদা, পর্দা সরিয়ে দেখো তোমার লক্ষ্য আলাদা,
এই পথে হেঁটে গেলে যেখানে পৌছাবে সেইখানে নয়, তোমার মাঝির নাও আনঘাটে বাঁধা।


আমাদের চেষ্টা তো চলে যাওয়া পা-ছাপ রেখে দিয়ে গড্ডলিকায়,
স্বপ্ন ইচ্ছা বড় সহজে বিকায়, অন্যের যাওয়া পথ আমাদেরও,
সেরকমই সহবত সকলে শিখায়।
মেহের আলির কথা শুনেও শুনিনা কেউ , জোর করে বলে চলি ‘ সব ঠিক হ্যায়!’।


মাঝে মাঝে মাঝপথে সময়কে ধমকাতে হয়।
নুড়িপাথরের মতো ফেলে সব ভয়, নিজেকে দরকার বলা ‘ এই পথে নয়’।
অন্যের আলো দিয়ে পথের হদিস না, নিজের জোনাক আলো চমকাতে হয়।


ফলাফল যাই হোক, আফশোষগুলো শেষে কম তাতে হয়।


আর্যতীর্থ