। যাযাবর।


মাটি চিরে লাখ কাঁটাতার পাতা, দেশবিভাজন গন্ডী
সব নাগরিক বস্তুত আজ যার যার দেশে বন্দী।
যেখানে মানুষ সেখানেই কাঁটা, আমরা ওরা’র তরজা
পৃথিবীর বুকে আজ চারদিকে শুধু তালা দেওয়া দরজা।


অথচ মানুষ সৃষ্টির থেকে চরৈবেতিতে সিদ্ধ,
জন্মভিটের ছোটোবেলা ছেড়ে ভিন্ন ভূমিতে বৃদ্ধ।
শিকড়ের ভ্রমে জমি আঁকড়িয়ে পিতামহ বট দেখে
প্রজন্ম আজ ভিন্ন আকাশে অন্য কাহিনী লেখে।


ধর্মের দ্বেষে, খিদের তাগিদে অথবা মেধার জিদে,
কত মানুষের পরিচয় থাকে সীমা-কাঁটাতারে বিঁধে।
ভিটেমাটি ছেড়ে স্বপ্নের খোঁজে অঙ্ক কষার শেষে,
সব কিছু হেরে তবু যেতে চায় সব পেয়েছির দেশে।


সে দেশ কোথায় , যেই ভূমি থেকে কেউ নয় যাযাবর?
ভিন্ন হওয়ার ঝুটো অনুভব  সব দেশে কাড়ে ঘর।
কোথাও পালানো স্বপ্নের খোঁজে কোথাও প্রাণের দায়ে,
রক্তের দাগ যাযাবর হয় মানুষের পায়ে পায়ে...


আর্যতীর্থ