।যে টেলিফোন না এলে হয়।


  ( প্রিয় কবি পূর্ণেন্দু পত্রীকে প্রণাম জানিয়ে..)


যে টেলিফোন না এলে হয়,সে টেলিফোন এসেছে
দুজন লোকের মাঝের কথা অন্য কথায় ভেসেছে
ফোন শোভা পায় সবার হাতে,
বিরামবিহীন শব্দপাতে
অনন্যোপায় মন চলে যায় স্ক্রিনের দিকে দিনেরাতে,
সাথীর কথা যায়না শোনা, ফোনেই লোকে ফেঁসেছে
যে টেলিফোন না এলে হয়, সে টেলিফোন এসেছে।


ফোন না এলে কি আসে যায়, ফেসবুকময় হুলুস্থুলু,
চোখেতে চোখ লাগার আগেই নতুন মেসেজ বাজায় উলু,
কে কাকে আর টানবে কাছে,
ইনস্টা কিছু মিস হয় পাছে,
আমার মতন আরেক আমি মোবাইল ফোনের মধ্যে বাঁচে,
সেলফি দেখো কেমন ভালো সেজেছে,
যে রিংটোন না বাজলে হয় , আপনমনে বেজেছে।


আঙুলছোঁয়ায় বুকের ভেতর বাজে না আর হঠাৎ মাদল
বরং দেখি কার ডি পি তে বদল হলো কেমন আদল
ফোনের শিখায় জীবন জ্বালি,
ছোঁয়ার স্মৃতি জমায় কালি,
বাস্তবিকে একলা রাখে ভার্চুয়ালের এই পাঁচালি,
ফেসবুকময় তাকধিনাধিন
অনলাইনই এখন রুটিন
ফোন এসে যায়, স্ক্রিনের আলো জ্বলতে থাকে বিরামবিহীন
দূরের মানুষ কাছে এসে কাছের মানুষ ঘেঁটেছে
যে ফোনটা না এলে হয় কে আর কবে কেটেছে।


মানুষরা সব ভালো থাকার বিপরীতে হেঁটেছে।


আর্যতীর্থ