। ঝড়ের নাম।


ঝড় যে দেখে দূর থেকে সে ধ্বংসগুলো পায়না টের,
গাছ নাড়ানো সে তাণ্ডবে ভঙ্গী খোঁজে ছৌনাচের।
পাকা বাড়ি নিবাস যাদের তার কাছে ঝড় বেশ মজার,
বারান্দাতে গেলাস বোতল, আসর জমায় মৌতাতের।


রাস্তা ঘাটে কাজের মাঝে আটকে দিলো ঝড় যাকে,
ছাউনি বা ছাদ খুঁজে পেলে সেও নিরাপদ বেশ থাকে।
বাইরে যখন এক ঝাপটে মহীরূহের ভাঙছে ডাল,
চলছে তখন চ্যাট করা তার, হঠাৎ ছুটির সেই ফাঁকে।


যাদের দেওয়াল টলোমলো , মস্ত ফাটল ছাদ জুড়ে,
তাদের রাতের ঘুম উড়ে যায় পড়লে কোথাও বাজ দূরে।
ডানার ভেতর প্রলয় নিয়ে তাদের কাছে ঝড় এলে,
কপালজোরে বাঁচতে পারে, নয়তো শেকড় যায় উড়ে।


এদের ছাড়াও বাকি বহু, দিনান্তে যার পথ সাকিন,
ভিত ও ভাতের ফি যুদ্ধতে হেরে যাওয়াই যার রুটিন।
ঘূর্ণী এলে এরাই শহীদ, হাওয়ার রোষে লাশ পড়ে,
ওদের জীবনমৃত্যু কোনো ঝোড়ো হাওয়ার  ইচ্ছাধীন।


তাদের কাছে শুধিও গিয়ে , ঝড়ের ভেতর কি লুকিয়ে
অনন্তকাল চলছে তারা ঘর না থাকার ঋণ চুকিয়ে।
বুলবুলিতে জান খেয়ে যায়, হুদহুদ নেয় চওড়া সুদ
এক সময়ে বৃষ্টি থামে, যায়না ওদের চোখ শুকিয়ে।


কপালপোড়ার দল বোঝেনা নামকরনের ইয়ার্কি,
ওদের কাছে সবই সমান, বুলবুলি বা এন আর সি।


আর্যতীর্থ