। ঝুল।


সংখ্যা সালের বদলে গেলেও আঁকড়ে যদি ভুলকে,
সত্যি তবে ঢুকবে কোথায় ভাবছি মাথা চুলকে।
নতুন বছর  আসার মানে ভাবনাগুলো ঘষে
দেখতে হবে ঝুল পড়ে কই আলসেপনা’র দোষে।


নতুন কিছু কি আর হবে ফি’বার ফিরে বৈশাখে,
ভেতরঘরের সাফাইয়ে কেউ ঝুলঝাড়াকে কই ডাকে?
উদযাপনে ব্যস্ত সবাই আমবাঙালীর ঢং-সাজে,
উৎসবের এক দিন হিসেবেই বছরশুরুর শংসা যে।


দোসরা থেকে ফের ফেরে তাই খাড়া বড়ি থোড়
চৌকিদারি করবে কে আর , নিজেই যখন চোর।
চাইনা কিছুই বুঝতে কোথায় ভুল ছিলো ভাবনায়
পোষ্য রূপে চুমুক জমাই সংসারী জাবনায়।


বলতে পারো ধমকে আমায় বিষম ভুরু কুঁচকে,
খড়ের গাদায় এমন করে খুঁজতে যাবে সুঁচ কে?
বুঝবো কিসে কোনটা সঠিক, কোনটা ভুলের সিঁড়ি,
সময় রোজই লক্ষরকম ভাবনা করে ফিরি।


সহজ উপায়, ভুল ভাবনারা হিংসে জমায় মনে,
অমুক জাত বা ধর্মে জাগায় ঝড়কে ঈশান কোণে,
অন্ধ সেসব চিন্তাধারা মনকে ভোলায় যুক্তি,
কিংবা জাগায় অনধিকারেও আদিম রিপুর ভুখটি।


ভুল ঝুল সব ঝেড়ে ফেলে সাফ করতে মনের ময়লা,
আরো একবার আহ্বান করে বোশেখ মাসের পয়লা।


আর্যতীর্থ