। জেহাদী।


আমি যাকে ভালোবাসি সে অন্য ঈশ্বর মানে।
ও আমায় ভালোবাসে আমারও ভগবান সেই কথা জানে।
অথচ হয়নি কোনো কড়কড় বজ্রপাত যুগল মাথায়
( কত যে বর্ষা ভিজি আধাআধি ভাগ করে একলা ছাতায়..)
অথবা ঘূর্ণীঝড়, প্রলয়ধমক দিয়ে দাঁড়ায়নি দুজনের পথে
(বাতাস এসেছে বটে,ঠোঁট ছোওয়া অপরাধে রাজসাক্ষ্যতে)।
ও যখন উপাসনা করে , দাঁড়িয়ে দেখেছি আমি খুব কাছ থেকে,
ক্রমশ স্পষ্ট হওয়া সূর্যের আলো ওর সাথে ওঠে যেন ঈশ্বর ডেকে
আমাকে বলেছে ও, নতজানু হয়ে আমিও যে সময়ে ঈশ্বর ভাবি,
সাথে পুজো দেবে বলে আকাশ সাজায় চাঁদ তারার রেকাবি...


এইভাবে ও আমার, আমি ওর ঈশ্বর আর পৃথিবীকে ভালোবেসে.
থিতু হবো বলে স্বপ্নকে বুকে ধরে এসে গেছি  সুমহান রামধনু দেশে।
দুইজন ঈশ্বর পাশাপাশি রেখে দিয়ে, ভালোবাসা কুটো দিয়ে যেই বাসা বাঁধি,


হঠাৎ দেখতে পাই কারা যেন পোড়াতে এসেছে,কর্কশ কোলাহল আমাদের নাম দেয় প্রেমের জেহাদী...


আর্যতীর্থ