।যুদ্ধ এবং..।


         । সৈনিক।


মৃত্যু ওদের খাতায় লাগায় দস্তখত,
‘ যে কোনোদিন আসবো - করিস প্রেজেন্ট প্লিজ’
‘আসবে কবে?’ পরিবারের কষ্ট-খত....
ওরা হাসে , ‘ নামলে কফিন নাম খুঁজিস।’


। সীমান্ত।


ও কাঁটাতার! ও লোকটা তো মুখচেনা
উর্দি পৃথক, অস্ত্র এবং অন্ন নয়,
মাত্র ক’হাত... তবু এ ফারাক মুছবে না,
দেশের দ্বেষে স্বস্তি সেনার জন্য নয়।


  । যুদ্ধ।


ওই দেহ কার? রক্তে কার ও ঘাস ভিজে?
মৃত্যু ছাড়া কেউ কাছে নেই যোদ্ধাদের...
লাশ থেকে হয় দেশপ্রেমের চাটনি যে,
শত্রু শহীদ তকমা জোটে হত্যাদের।


  ।রাজনীতি।


তোমার মরেছে দু চারটে বোড়ে, আমারও তথৈবচ
ঘোড়া গজ আর নৌকা রয়েছে তর্জনে গর্জনে
এবার বিরতি। শান্তি বিলাবো, তুমিও পথ ওই বাছো,
কিছু বাজডাক হাঁক পেরে থাক মুলতুবি বর্ষণে।


    । শান্তি।


প্রিয় গ্রাম,  প্রিয় ভিটে...প্রিয়তর মা, প্রিয়তমা,
ট্রিগারে আঙুল রেখে সৈনিক যার কথা ভাবে,
কাঁটাতার-বর্ডার, এপারে ওপারে তার প্রার্থনা জমা,
কফিনবিহীন লোক একদিন হাসিমুখে সামনে দাঁড়াবে..


আর্যতীর্থ